পর্যটনশিল্পের উন্নয়নে সেবার মান বাড়াতে হবে: বিমানমন্ত্রী

Passenger Voice    |    ০৫:৫০ পিএম, ২০২৪-০২-০১


পর্যটনশিল্পের উন্নয়নে সেবার মান বাড়াতে হবে: বিমানমন্ত্রী

পর্যটনশিল্পের উন্নয়নে প্রচার, প্রসার এবং সেবার মান বাড়াতে হবে বলে উল্লেখ করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ট্যুর অপারেটর অ্যসোশিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফারুক খান বলেন, বিশ্বব্যাপী পর্যটন শিল্প ভালো নাম অর্জন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের দেশের জিডিপিতে এবং উন্নয়নে পর্যটন ভূমিকা রাখছে। আমাদের বক্তব্যে স্বীকার করেছি আমরা সে জায়গা অর্জন করতে পারিনি। আমরা এটাও স্বীকার করেছি আমাদের পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে যে নীতি রয়েছে সেটা কিন্তু পর্যটন বান্ধব। বিদেশিদের জানাতে হবে বাংলাদেশ কি সুবিধা এবং পর্যটনের সম্ভাবনা রয়েছে। তাদের আসা-যাওয়ার ব্যবস্থা আরও সুন্দর করতে হবে। আমাদের পর্যটনশিল্পে নিরাপত্তার কোনো সমস্যা নেই।

পর্যটনমন্ত্রী বলেন, আমাদের ব্যবসায়ীদের প্রচার এবং প্রসার বাড়াতে হবে। সেবার মান আরও উন্নত করতে হবে। আমরা অতিথিপরায়ণ। অতীতের সেবার মান উন্নয়ন করেই সেটা প্রমাণ করতে হবে। শুধু মুখে বললেই হবে না। অন অ্যারাইভাল ভিসা বিষয়ে আমরা কাজ শুরু করেছি, টুরিস্টরা যেন অন অ্যারাইভাল ভিসা পান। শুধু কথা নয় আমাদের কাজে বিশ্বাস করতে হবে, সেবার মান বাড়াতে হবে, টুরিস্টদের সহজে আসার ব্যবস্থা করতে হবে। এভাবেই আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম, বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নেপালের অ্যাম্বাসেডর মি. ঘনশ্যাম ভান্ডারি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ টুরিজম বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার আবু তাহের মো. জাভেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার সফিউল আজিম, বাংলাদেশে ভিয়েতনামের অ্যাম্বাসাডর নগুয়েন মান কুওং।

উল্লেখ্য ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম মেলা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। 

প্যা/ভ/ম